দায় কার ? : ড.সোমনাথ দে।

0
398

বহু দিন ধরে দেখছি পাগলীটা
থাকে স্টেশনের দিকে
লোকের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়েই
থাকে মনের সুখে।

দিনরাত শুধু ঘুরে বেড়ায়
সারা স্টেশন জুড়ে
কেউ কিছু বললেই হলো
যায় তার দিকে তেড়ে।

কেউ জানে না তার বাড়ি কোথায়
কে তার আপনজন
এত বছর ধরে দেখছে সবাই
নেই তার প্রিয়জন।

একদিন এক ঝড়ের রাতে ভয়ে
আশ্রয় নেয় কারশেডে
জনা তিনেক মত্ত যুবক
বসে ছিল ওৎ পেতে।

আপ্রাণ চিৎকার করছিল সে
বাঁচার তাড়নায়
কামের নেশায় অন্ধ তারা
পাশবিকতার উন্মাদনায়।

আজ সকালে ফুটফুটে এক শিশুর
জন্ম দিয়েছে সে
মনুষত্বহীন এই পাশবিকতার
দায় নেবে কে ?