জাওয়াদ ঘূর্ণিঝড়ের জেরে ঝাড়গ্রাম জেলা জুড়ে বৃষ্টি শুরু।

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- জাওয়াদ ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝাড়্গ্রাম জেলা জুড়ে শনিবার ভোর থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে । সেই সঙ্গে ঘন কুয়াশায় ঢেকে রেখেছে অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম শহর।রাস্তাঘাটে লোকজনের দেখা খুব কম। আবহাওয়া দপ্তরের নির্দেশ অনুযায়ী শনিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয় ঝাড়্গ্রাম জেলা জুড়ে।তাই ঝাড়গ্রাম জেলাজুড়ে শীতের আমেজ দেখা দিয়েছে। সেইসঙ্গে আবহাওয়া দপ্তর এর পক্ষ জানানো হয়েছে ঝাড়্গ্রাম জেলা জুড়ে ঝড়ো হাওয়া বইতে পারে । তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসন এর পক্ষ থেকে সতর্কতা মূলক প্রচার করা হচ্ছে। জাওয়াদ ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন । সেই সঙ্গে এই আবহাওয়া আগামী সোমবার পর্যন্ত থাকবে বলে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। তাই মাঠ থেকে পাকা ধান খামারে নিয়ে আসার জন্য চাষিরা বাস্ত রয়েছেন। ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে উড়িষ্যার সীমান্তবর্তী ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ,নয়াগ্রাম, সাঁকরাইল থানা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে। শনিবার সকাল থেকে আকাশের মুখ ভার, সূর্যের আলো দেখা যায়নি, ঝিরঝির বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। তাই মাঠে থাকা পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *