আবারো পথ দূর্ঘটনা হাঁসখালি ফুলবাড়ী এলাকায়।।

0
441

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- কিছুদিন আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী ছিল নদিয়া বাসী । ঘটনাটি হয়েছিল হাঁসখালি থানার ফুলবাড়ি এলাকায় । বহু লোকের প্রাণ গিয়েছিল তারপরেই নড়েচড়ে বসেছিল প্রশাসন। যে স্থানে দুর্ঘটনাটি হয় ঠিক সেই জায়গায় প্রচুর পরিমাণে স্পিডব্রেকার তৈরি করা হয় হাঁসখালি থানা তরফ থেকে। ঠিক একই জায়গায় আজ স্পিড বেকারের কারণেই এক মোটরসাইকেল আরোহী একটুর জন্য মৃত্যুর হাত থেকে বাঁচলেন। পিছন থেকে সজোরে একটি ট্রাক ধাক্কা মেরে চলে যায় । স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে এই স্পিড ব্রেকারের কারণেই রাস্তার মাঝখানে স্পিডব্রেকার থাকায় দুই পাশ ফাঁকা সেখান দিয়ে মোটরসাইকেল আরোহীরা যাতায়াত করে স্পিডব্রেকারে না উঠে। লরির চালক ফাঁকা জায়গা দিয়ে লরিটিকে নিয়ে যেতে গেলেই ধাক্কা মারে মোটরসাইকেল আরোহীকে। সে ছিটকে পড়ে তারপর ঘাতক লরিটি ঘটনার স্থল থেকে পালিয়ে যায়। তৎক্ষণাৎ গ্রামবাসীরা সেই মোটরসাইকেল আরোহীকে হসপিটালে পাঠায় স্থানীয়। স্থানীয় বাসিন্দারা জানায় স্পিডবেকার পুলিশের তরফ থেকে করা হলেও তদারকির অভাব যার জন্য দুর্ঘটনা হচ্ছে। সেই স্পিড ব্রেকার গুলিকে তুলে ফেলা দরকার তা না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটবে বলে জানান গ্রামবাসীরা।