বিভিন্ন চার্চকে সাজানো হবে এবং কবে থেকে লাইটিং ব্যবস্থা শুরু হবে তা নিয়ে আজ জলপাইগুড়ি পুরসভার সৃষ্টি ভবনে একটি আলোচনা সভা।

0
356

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কিভাবে জলপাইগুড়ির বিভিন্ন চার্চকে সাজানো হবে এবং কবে থেকে লাইটিং ব্যবস্থা শুরু হবে তা নিয়ে আজ জলপাইগুড়ি পুরসভার সৃষ্টি ভবনে একটি আলোচনা সভা করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন officer-in-charge অফ ট্যুরিজম রিচার্ড লেপচা সহ অন্যান্য আধিকারিক এবং বিভিন্ন চার্চের সদস্যরা। এদিকে আলোচনা সভার মধ্যে দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী কুড়ি ডিসেম্বর থেকে জলপাইগুড়ি শহরের চার্চগুলো এবং রাস্তার লাইট লাগানোর কাজ শুরু হবে যেটা গত বছর 23 তারিখ থেকে হতো সেটা এ বছর থেকে কুড়ি তারিখ থেকে হবে বলে জানালেন officer-in-charge।