মনিরুল হক, কোচবিহার: গোটা দেশের সাথে সাথে কোচবিহারেও পালিত হবে বিজেপির ‘দিব্যকাশি ভব্য কাশি’ কর্মসূচি। আজ ওই কর্মসূচি উপলক্ষ্যে কোচবিহার শহরের একাধিক শিব মন্দির চত্বর পরিচ্ছন্ন করার কর্মসূচি নেন বিজেপি কর্মীরা। কোচবিহার সাগর দিঘী শিব মন্দিরের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিজেপির দক্ষিণ বিধানসভার বিধায়ক নিখিল রঞ্জন দে।
তিনি জানান, বেনারসের প্রাচীন বিশ্বনাথের মন্দির এক সময় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী পূজা দিতে গিয়ে সেখানকার বেহাল অবস্থা, অপরিসর রাস্তা দেখেন। এরপরেই তিনি সংলগ্ন এলাকার বাসিন্দাদের পুনর্বাসন দিয়ে রাস্তা সম্প্রসারণ সহ ওই মন্দিরের সংস্কার করেন। আগামী কাল মন্দিরের নব রূপের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী। সেই উপলক্ষে ‘দিব্যকাশি ভব্য কাশি’ কর্মসূচি নেওয়া হয়েছে। ওই কর্মসূচিতে বেনারসের বিশ্বনাথ মন্দিরের সাথে সাথে গোটা দেশের শিব মন্দির গুলোতে পূজার্চনা করা হবে। সেই কর্মসূচি কোচবিহারেও পালিত হবে। আগামী কাল শিব মন্দির গুলোতে পূজার আয়োজনের আগে তা এদিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হল বলে নিখিল বাবু জানিয়েছেন। তিনি বলেন, “আগামী কাল শিব পূজার পাশাপাশি প্রধান মন্ত্রীর অনুষ্ঠানের ডিজিটাল প্রচার করা হবে।