নানান রকম কর্মসূচি নিয়ে বার বার মানুষের কাছে পৌঁছে যাওয়া বাইকিং গ্রুপ, Devil Crashers Bikers Association ।

বীরভূম, নিজস্ব সংবাদদাতা:- নানান রকম কর্মসূচি নিয়ে বার বার মানুষের কাছে পৌঁছে যাওয়া বাইকিং গ্রুপ, Devil Crashers Bikers Association তাদের ‘প্রোজেক্ট বীরভূম’ এর শীতকালীন কর্মসূচির অংশ হিসেবে কম্বল নিয়ে পৌঁছে গেছে, রামপুরহাট এর চাঁদপাড়া গ্রামে। বাইক নিয়ে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ানোর সাথে সাথে নিজেদের জেলা বীরভূম জেলা জুড়ে সমাজ সেবা মূলক কাজ ও দেশের সেবা করা এই যুবক যুবতীদের ভালোবাসায় পরিণত হয়েছে। এই বাইক রাইডিং গ্রুপ ,বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সাথে স্বেচ্ছা রক্তদান সম্পর্কে মানুষ কে সচেতন করতে পথে নেমেছে পাশাপাশি ,কম্বল বিতরণ, বাচ্চাদের শীত বস্ত্র, রাস্তায় ঘুরে ঘুরে গৃহহীন মানুষের জন্য আহার সামগ্রী, পোষাক আশাক এর ব্যবস্থা করা, পথ নিরাপত্তার নানান কর্মসূচি সহ দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটানোর জন্যে কাজ করে থাকে। এবার তারা চাঁদ পাড়া স্কুল মাঠে করছে তাদের প্রথম কম্বল বিতরণ কর্মসূচী। আজ তারা 180 টা শীতার্ত পরিবারের হাতে তুলে দিয়েছে কম্বল। Devil Crashers Bikers Association এর গ্রুপ Coordinator কুশল মণ্ডল জানিয়েছে, ” সারা বীরভূম জেলা জুড়ে আমাদের শীতকালীন কর্মসূচী চলবে ডিসেম্বর এর শেষ পর্যন্ত। প্রত্যন্ত গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের পাশাপাশি রাত্রে রাস্তায় ঘুরে ঘুরে গৃহহীন মানুষের কাছে তুলে দেওয়া হবে শীতের পোশাক, কম্বল, শুকনো আহার সামগ্রী , জুতো মোজা ইত্যাদি। এছাড়া গ্রামের বাচ্চাদের জন্যে নতুন সোয়েটার বিতরণ ও করা হবে।”
ছবি ও তথ্য – সুকান্ত রায়, বীরভূম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *