বাঁকুড়ার বিশজোড়ে পান্ডবেস্বরের বিধায়কের নেতৃত্বে ফুটবল ফাইনালে চাঁদের হাট।

0
578

সুদীপ সেন, বাঁকুড়া:- পশিম্বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যের প্রতি টি শহরের সাথে সাথে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও খেলাধুলার প্রসারে বিশেষ ভূমিকা নিয়েছেন।
তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন প্রত্যন্ত গ্রামেও চলছে বিভিন্ন খেলার প্রতিযোগিতা।

বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের বিশ জোড় গ্রামে ১২.১২.২১ গ্রামের ভূমি পুত্র পান্ড বেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে অনুষ্ঠিত হলো একটি রানিং ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা।

এই খেলায় দুর্গাপুর আমরা কজন ক্লাব রানীগঞ্জ কো ল ফিল্ড ক্লাব কে ১__০ গোলে পরাজিত করে।

এই খেলা উপলক্ষ্যে বাঁকুড়ার বিশ জোড় ফুটবল ময়দানে ছিল চাঁদের হাট।

উপস্থিত ছিলেন বীরভূমের সাংসদ, অভিনেত্রী শতাব্দী রায়, বাঁকুড়ার জেলাশাসক কে, রাধিকা আইয়ার, পুলিশ সুপার ধৃতিমান সরকার, তাল ডাংরার বিধায়ক অরূপ চক্রবর্ত্তী, শালতোড়ার ভিডিও মানস কুমার গিরি, পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, বিশিষ্ট সমাজসেবী সন্তোষ মন্ডল ও অনেক জ্ঞানী গুণী ব্যক্তি গণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here