ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে আলিকসা তে অভিনব উদ্যোগ গ্রহণ করলো মালযমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠ এর শিক্ষক শিক্ষিকারা।

0
301

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্যের স্কুল কলেজ খুলেছে। নাইন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ক্লাস চালু হয়েছে ইতিমধ্যেই। তবে করোনা পরিস্থিতির জন্য দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে স্কুল খুললে ও অনেক ছাত্র ছাত্রীরা স্কুলে আসছে না। কেন স্কুলে আসছে না ছাত্রছাত্রীরা সেই স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে অভিনব উদ্যোগ গ্রহণ করল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এক ব্লকের মালযমুনা কালীপ্রসন্ন স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। সোমবার আলিকসা, জেঠিয়া, রাজনগর , মানিকড়া, মালযমুনা সহ একাধিক এলাকায় ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের ও ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন তারা। এবং কথা বলে ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করার জন্য উৎসাহ করেন। শিক্ষক-শিক্ষিকাদের এই ধরনের উদ্যোগে খুশি পড়ুয়া থেকে শুরু করে অভিবাবকরা। স্কুলের প্রধান শিক্ষক সৌমেন বাগ বলেন দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পর রাজ্য সরকারের নির্দেশে করোনা বিধি মেনে স্কুল চালু করা হয়েছে।কিন্তু বহু ছাত্র ছাত্রী স্কুলে যাওয়ার ক্ষেত্রে অনীহা দেখানোয় সোমবার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার ছাত্র ছাত্রীদের বাড়ি গিয়ে তাদের স্কুল মুখী করার জন্য প্ৰয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।যার ফলে ছাত্র ছাত্রীরা আগের মতো স্কুলে ফের আসবে বলে তিনি আশা করেন।