ঝাড়গ্রামের বলিভাসা এলাকা থেকে ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার,আটক গাড়ি সহ গাড়ির চালক।

0
278

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- গোপন সুত্রে খবর পেয়ে সোমবার ৬ নম্বর জাতীয় সড়ক এর বলিভাসা এলাকা থেকে ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার করল ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর । সোমবার কলকাতা মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়গ্রামের বালিভাসার কাছে একটি পিকআপভ্যানকে আটক করে তল্লাশি চালায় আবগারি দপ্তরের পুলিশ অফিসার । তল্লাশি চালানোর সময় পিকআপভ্যানের ভেতর থেকে  প্রায় বেআইনি ভাবে নিয়ে যাওয়া ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার হয় । ওই ঘটনায় আটক করা হয়েছে গাড়ি সহ গাড়ির চালককে । এদিন ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের সুপার অনির্বাণ সান্যাল বলেন, বিশেষ মাধ্যমে খবর ছিল কেশিয়াড়ি থেকে একটি পিকআপভ্যানে করে বেআইনি চোলাই মদ আসছে বালিভাসায় হাটে। পিকআপভ্যানের নাম্বারও ছিল আমাদের কাছে । সেই মতো পিকআপভ্যানটি বালিভাসা পৌছতেই আটক করা হয় । তারপর তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে প্রায় ২০০ লিটার বেআইনি চোলাই দেশি মদ উদ্ধার হয় । গাড়ির চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে । এই চোলাই মদ কারবারের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে ঝাড়গ্রাম জেলার আবগারি দফতরের আধিকারিক জানান।