নৌকা থেকে নদিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবকের খোঁজে তল্লাশি শুরু হলো নবদ্বীপের ভাগীরথী নদীতে।

0
423

নদীয়া-নবদ্বীপ, নিজস্ব সংবাদদাতাঃ- নৌকা থেকে নদিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবকের খোঁজে তল্লাশি শুরু হলো নবদ্বীপের ভাগীরথী নদীতে। জানা যায়, রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ নদীবক্ষে স্বরুপগঞ্জ থেকে নবদ্বীপ ঘাটে আসার সময় চলন্ত নৌকা থেকে হঠাৎই জলে ঝাঁপ দেয় বছর ছাব্বিশের অজ্ঞাত পরিচয় যুবকের। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। এরপর পুলিশ ও ঘাট কর্মীদের সহযোগিতায় নিখোঁজ যুবকের খোঁজে সোমবার সকাল থেকে ডুবুরি নামিয়ে জোর কদম খোঁজাখুঁজি শুরু করা হয় ভাগিরতি পক্ষে। এখনো পর্যন্ত নিখোঁজ যুবকের কোন খবর না পাওয়া গেলেও যুদ্ধকালীন তৎপরতায় নদীবক্ষে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে প্রশাসন ও নবদ্বীপ খেয়াঘাট কর্তৃপক্ষ মারফত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here