গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র কোন অবস্থায় বদল করা যাবে না এমনটা যদি হয় তাহলে গ্রামবাসীরা কোন অবস্থায় মেনে নিবে না ।

0
251

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র কোন অবস্থায় বদল করা যাবে না এমনটা যদি হয় তাহলে গ্রামবাসীরা কোন অবস্থায় মেনে নিবে না । উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর সিন্তর গ্রামের বাসিন্দারা ।তাদের দাবি তারা বহুদিন ধরে এই সিন্ত্রর ও অনাউন গ্রামের এই উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা নিয়ে আসছেন কিন্তু হঠাৎই কোন এক অগত কারণে এই উপ-স্বাস্থ্য কেন্দ্রটি এখান থেকে সরিয়ে দিয়ে ধামজাতে করা হয়েছে। যা অত্যন্ত অন্যায় হয়েছে। আগামী দিনে যদি এর সঠিক বিচার না হয় তাহলে গ্রামবাসীরা বৃহত্তম আন্দোলনের পথে পা বাড়াবে বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানায় এখন যেখানে আছে এই উপস্বাস্থ্য কেন্দ্র সেটা সবার ই পক্ষে ভালো ।শুধু তাই নয় যাতায়াতের ও সমস্যা হয় না কিন্তু এখন যেখানে হচ্ছে সেটা এই গ্রাম থেকে পাচ কিমি দূরে ।যা গ্রামবাসীদের পক্ষে ভীষন অসুবিধা হবে এটা কোন অবস্থায় মেনে নেওয়া হবে না । গ্রামবাসীরা আনাউন গিয়ে উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় । এদিকে আনাউন ,বৈদন এবং ধামজার গ্রামবাসীদের নিয়ে গড়া নতুন সব সেন্টারের হেলথ অ্যাসিস্ট্যান্ট এমিলি রায় বলেন ,আজকে নতুন সেন্টারে আসার গ্রামবাসীরা একত্রে এসে তাকে বলেন কোন অবস্থাতেই তারা ধাম জায় আসবেন না সিন্তর উপ কেন্দ্রের আন্ডারেই থাকবেন।
এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।গ্রামবাসীরা আরো বলেন তারা এ ব্যাপারে স্থানীয় প্রধান ,বিডিও কে গ্রামবাসীরা জানালেও এ ব্যাপার সুরাহা হয় নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here