বাঁকুড়া জেলায় সেফ ড্রাইভ, সেভ লাইফ।

সুদীপ সেন, বাঁকুড়াঃ- রাজ্য সরকারের ঘোষণা মতো সারা রাজ্যে শুরু হয়েছে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি।

রাজ্যের সমস্ত জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি মানুষের জীবনকে সুরক্ষিত রাখতে বিভিন্ন জনসচেতনতা মূলক কর্মসূচি প্রতিদিন হচ্ছে।

১৩.১২.২১ বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ছাতনা থানার পরিচালনায় ছাতনা থানা, ঝাঁটিপাহাড়ী ফাঁড়ি ও কমলপুর ফাঁড়িতে সেফ ড্রাইভ, সেফ লাইফের ওপর একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৬৫ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে।

প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় খাতা, কলম, জলের বোতল ও মিষ্টির প্যাকেট।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিদের দেওয়া হয় বিশেষ পুরস্কার।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাতনা থানার আই, সি, আশীষ জৈন, ঝাঁটি পাহাড়ীপুলিশ ফাঁড়ির এ, এস, আই অমিতাভ পান্ডা, কমল পুর পুলিশ ফাঁড়ির এ, এস, আই পিন্টু পাল ও আরো অনেক বিশিষ্ট মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *