বালুরঘাটে জেলা বইমেলা ঘিরে বইপ্রেমীদের উৎসাহের পারদ চড়ছে চড়চড়িয়ে, বইমেলা সফল করতে প্রস্তুতি তুঙ্গে।

0
855

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাটে জেলা বইমেলা ঘিরে বইপ্রেমীদের উৎসাহের পারদ চড়ছে চড়চড়িয়ে, বইমেলা সফল করতে প্রস্তুতি তুঙ্গে। চলতি বছরের আগামী ২৭শে ডিসেম্বর তারিখ থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের অন্যতম প্রাণকেন্দ্র বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ময়দানে শুরু হতে চলেছে ২৬ তম জেলা বইমেলা। ইতিমধ্যেই বই মেলা প্রাঙ্গণে প্যান্ডেল তৈরীর কাজ জোড়কদমে শুরু হতেই বই প্রেমীরা মেলার জন্য নির্ধারিত প্রাঙ্গণে কার্যত ঢু মারতে শুরু করেছেন। জানা গেছে ২৬শে ডিসেম্বর থেকে বালুরঘাট হাই স্কুল মাঠে শুরু হতে চলা বই মেলা প্রাঙ্গণে থাকছে মোট ৭০টি স্টল। যার মধ্যে কলকাতা থেকে আগত বিভিন্ন বড় বড় প্রকাশনী সংস্থার স্টল থাকবার পাশাপাশি ক্ষুদ্র পত্র-পত্রিকা এবং জেলার কবি-সাহিত্যিকদের প্রকাশিত বই-এর স্টলও থাকবে। সূত্র মারফৎ জানা গিয়েছে ২৬তম বইমেলাকে সফল করতে ইতিমধ্যেই প্রায় ৯০ জনের একটি মূল কমিটি গঠন করে সেই মূল কমিটির অধীনে প্রচার সাব কমিটি, সাংস্কৃতিক সাব কমিটি, অভ্যর্থনা সাব কমিটি সহ মোট ৮ টি সাব কমিটি গঠনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এও জানা গিয়েছে শুধু তাই নয় বই মেলাকে সফল করে তুলতে গঠিত বিভিন্ন সাব কমিটির সদস্য-সদস্যারা নিজেদের মধ্যে ইতিমধ্যেই আলোচনা করে কার্যত কোমর বেধে কাজে নেমেছে। কোভিড আবহের মাঝে শুরু হতে চলা বইমেলায় কারনে চলতি বছরে বইমেলায় একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বইমেলা কমিটি। জানা গেছে বইমেলার প্রবেশ দ্বারেই থাকছে সাইটাইজার মেশিনের মাধ্যে স্যানিটাইজেশনের ব্যবস্থা। গত বছর অনুষ্ঠিত বই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান না থাকলেও চলতি বছরে বই মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। যদিও কোভিডের কথা মাথায় রেখে ১৮ বছরের কম বয়সী ছেলে মেয়েদের বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি এবং বই-এর জন্য হাটো- পদযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বইমেলা কমিটি। কোভিড আবহের মাঝেও বই মেলা অনুষ্ঠিত হতে চলার কারনে খুশি জেলাবাসীরা। হিলি এস.আই.বি কলেজের অধ্যাপক অভিজিৎ সরকার বলেন বইমেলা ঘিরে চরম উন্মাদনা রয়েছে, বই মেলা চালু হওয়ায় বই প্রেমীদেরই যে শুধু আনন্দ তা নয় প্রকাশনা ব্যবস্থার সঙ্গে যুক্ত, শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত এবং ক্ষুদ্র পত্র-পত্রিকার সঙ্গে যুক্ত সকলেই খুশি। দক্ষিণ দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট লাইব্রেরী অফিসার তথা জেলা বইমেলা কমিটির সম্পাদক দেবব্রত কুমার দাস এদিন জেলা বইমেলার প্রস্তুতি প্রসঙ্গে বলেন আমাদের প্রস্তুতি পূর্ণাঙ্গ রয়েছে। তিনি বলেন কোভিড বিধি মেনেই বইমেলা করা হবে, আগেরবার সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল না এবার সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৮ বছরের নীচে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাবো না, বই-এর জন্য হাটো পদযাত্রা হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here