মানসিক ভারসাম্যহীন সুনীল টুডুর পাশে দাঁড়ালো ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পরমেশ্বর কুন্ডু।

0
357

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের চিনাবাড়ী অঞ্চলের অন্তর্গত চিনাবাড়ী গ্রামের বদনী টুডুর ছেলে সুনীল টুডু মানসিক ভাবে ভারসাম্যহীন। তার হাতে পায়ে শিকল বাঁধা থাকে সবসময়। ছাতনা ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কুন্ডু সুনীল টুডুর বাড়িতে গিয়ে ওর মা বদনী টুডুর সাথে কথা বলে সুনীল টুডুর চিকিৎসা সংক্রান্ত সবরকম সাহায্যের আশ্বাস দিলেন এবং ওর পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড ও বার্ধক্যভাতা করিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে কথা বললেন তিনি। পরমেশ্বর বাবুর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,- “এই ব্যাপারে ব্লক সমষ্টি আধিকারিক এর সাথে কথা বলেছি এবং আমরা ওর পরিবারের পাশে আছি।”