শালবনি ব্লকের কৃষকদের গ্রামে গিয়ে শস্য বীমা করার জন্য উৎসাহিত করলেন কৃষি দপ্তরের আধিকারিক।

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- জাওয়াদ ঘূর্ণিঝড় এর জেরে প্রবল বৃষ্টিতে আলু ও ধান চাষের ক্ষতি হয়েছে। তাই সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের সহ কৃষি অধিকর্তা প্রতাপ চন্দ্র সিং শালবনি ব্লকের শালবনি অঞ্চলের সিদাডিহি গ্রামে গিয়ে আলু ও ধান চাষের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন। সেই সঙ্গে তিনি কৃষকদের শস্য বীমা করার জন্য উৎসাহিত করেন ।ওই এলাকার কৃষকদের হাতে তিনি বাংলার শস্য বীমার ফরম তুলে দেন। কিভাবে ফরম পূরণ করবেন, ফরমের সাথে কি কি জমা দিতে হবে, ব্যাংকে গিয়ে কি করবেন সবকিছু তিনি বিস্তারিতভাবে কৃষকদের জানান। তিনি বলেন শস্য বীমা করা থাকলে যেকোনো প্রাকৃতিক বিপর্যয়ে যে কোন ফসলের ক্ষতির জন্য কৃষকরা ক্ষতিপূরণ পাবেন। তাই প্রতিটি কৃষকের উচিত শস্য বীমা করা ,এবং ফসলের ও নিজেদের সুরক্ষিত করা।তিনি আরো বলেন যে কৃষকদের শস্য বীমা করার জন্য ফরম দেওয়া হয়েছে। কৃষকরা তাতে উৎসাহিত হয়েছেন ।আগামী দিনে শালবনি ব্লকের প্রতিটি কৃষক যাতে শস্য বীমা করে তার জন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে জানান। যার ফলে খুশি ওই এলাকার চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *