সারা দেশের সাথে নদীয়াতেও বিজেপর কর্মিরা মাতলেন দিব্য কাশি ভব্য কাশি অনুষ্ঠান পালনে।

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- দিব্য কাশি ভব্য কাশি এই মন্ত্রে আজ মেতেছে সারা ভারত বর্ষ ।
উত্তর প্রদেশের কাশি ধামকে নতুন করে সাজিয়ে আজ তার লোকার্পন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
আর তার সেই উৎসবে মেতে সারা ভারতবর্ষ জুরে বিজেপি আজ তাদের কর্মসুচি রেখেছেন বিভিন্ন শিব মন্দির গুলোতে পরিষ্কার করে সেই শিব মন্দির গুলোতে পুজা অর্চনা করা ।
নদীয়ার নবদ্বীপেও সেই রকমই ছবি দেখা গেল।
এআদিন শহরের অন্যতম প্রাণকপন্দ্র যোগনাথ তলা মোড়ে অবস্থািত যোগনাথ মন্দিরে একটি অনুষ্ঠানের আয়োজন করে নবদ্বীপ বিজেপির উদ্যোগে।
সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি বিশ্বপ্রিয় রায় চৌধুরী সহ অনান্য জেলা নেতৃত্ব ।
সেখানে ঐ মন্দিরে পুজা দিয়ে ভক্তদের মধ্যে প্রসাদ বিলিয়ে দেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *