সোমবার মালদা শহরের ওয়ার্ডে ওয়ার্ডে শিব পুজোয় ব্রতী হলেন বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা।

0
490

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার কাশী বিশ্বনাথ মন্দিরে নিজে হাতে শিব পুজো করেছেন। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সোমবার মালদা শহরের ওয়ার্ডে ওয়ার্ডে শিব পুজোয় ব্রতী হলেন বিজেপির যুব মোর্চার নেতা-কর্মীরা। এদিন ২৯ নম্বর ২৫ নম্বর ৩ নম্বর ওয়ার্ডে শিব পুজোর পাশাপাশি কালীপুজোয় ব্রতী হন জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ও বাসুদেব পোদ্দার ও পিঙ্কি পোদ্দার সহ অনেকে। বিশ্বজিৎ রায় বলেন, প্রধানমন্ত্রী এদিন নিজের হাতে ভারতের ঐতিহ্যবাহী কাশী বিশ্বনাথ মন্দিরে শিব পুজো করেছেন। সেই অনুপ্রেরণায় এদিন সারা দেশজুড়ে বিজেপি কর্মীরা শিব পুজো করেন। তারই অঙ্গ হিসেবে দিন মালদা শহরের প্রতিটি ওয়ার্ডে বিজেপি এবং যুব মোর্চার নেতা কর্মীরা শিব পুজো করেন। পাশাপাশি এদিন প্রসাদ বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে।