মনিরুল হক,কোচবিহারঃ ৬ মাসের বকেয়া ইনসেনটিভ না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও সিএমওএইচ-কে স্মারকলিপি দিলেন আশাকর্মীরা। সোমবার মাথাভাঙ্গা শহরে আশা কর্মীরা মাথাভাঙ্গা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তারা সি এম ও এইচকে স্মারকলিপি প্রদান করেন এবং বিক্ষোভ দেখান। এদিন তাদের নেতৃত্বদের পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন মাথাভাঙ্গা ১ নং ব্লক কমিটি।
জানা গেছে, বিগত ৬ মাস থেকে আশা কর্মীদের ইনসেনটিভ দেওয়া হচ্ছে না।তারা বার বার জানান সত্বেও কোন কাজ হয় নি। তাই তারা ঠিক করেছে যতদিন ওই ৬ মাসের বকেয়া ইনসেনটিভ দেওয়া না হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। পাশাপাশি আগামী ১৭ ডিসেম্বর কোচবিহারে সিএমওএইচ-কে স্মারকলিপি প্রদান করবেন এবং ১০ জানুয়ারি উত্তর কন্যা অভিযান করবেন তারা।
Home রাজ্য উত্তর বাংলা ৬ মাসের বকেয়া ইনসেনটিভ না পাওয়ায় বিক্ষোভ মিছিল ও সিএমওএইচ-কে স্মারকলিপি দিলেন...