নদীয়ার করিমপুরে হোগোলবেড়িয়া থানা অন্তর্গত হরিপুর গ্রামে যুবকের পচা গলা অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

0
404

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:- আজ এক পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদীয়ার হোগোলবেড়িয়া থানার অন্তর্গত হরিপুর গ্রামে । এলাকা সূত্রে জানা যায় ওই যুবকের নাম চিনময় মন্ডল। তার মা এবং বাবা রাজ্যের বাইরে থাকেন কর্মসূত্রে। ছোট এক ভাই ছাড়া পরিবারের আর কেউ নেই ,গত 5 দিন আগে থেকে তাকে খুঁজে পাচ্ছেনা এলাকাবাসী‌। বিষয়টি ফোনে তার বাবার কাছে জানানোর সাথে সাথে তিনি চলে আসেন আজ থেকে 3 দিন আগে, এবং হুগোলবাড়িয়া থানায় মিসিং ডায়েরি করেন। তারপরে দুদিন কেটে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ স্থানীয় ভবেশ মন্ডলের পুকুরে একটি ভাসমান পচা-গলা দেহ থেকে দুর্গন্ধ বেরোনোর কারণে এলাকাবাসী লক্ষ্য করেন সেটা ওই যুবকের। তবে আত্মহত্যা না খুন তা এখনো পর্যন্ত জানা যায় নি, গোটা ঘটনাটি তদন্ত করছে পুলিশ।