সামনেই পৌর ভোট তাকে সামনে রেখে অভিনব উদ্যোগ।

0
426

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- অভিনব উদ্যোগ সামনেই পৌর ভোট তাকে সামনে রেখে তাদের এমন উদ্যোগ।এমন ধরনের উদ্যোগে আপপ্লুত তৃণমূল নেতৃত্ব ।মঙ্গলবার রানাঘাট তটিনী তে সভা অনুষ্টিত হয় এই সভায় নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের রানাঘাট সাংগঠনিক জেলার উদ্যোগে এক জরুরী সভা আজ আয়োজিত হলো রানাঘাট তটিনী অতিথি নিলয়ে। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার টাউন ও ব্লক স্তরের তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ। এদিনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় পুরসভা নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি যাবে টিএমসিপি সদস্যরা। বাড়ি বাড়ি গিয়ে তারা সার্ভে করবে কোন কোন সরকারী পরিষেবা থেকে এখনো পর্যন্ত বঞ্চিত কোন কোন পরিবারগুলি। সেই মতো সিদ্ধান্ত নিয়ে সেই পরিবারগুলি যাতে সরকারি সাহায্য পেতে পারে তার উপযুক্ত ব্যবস্থা করা হবে। তৃণমূল ছাত্র পরিষদের এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের দক্ষিণ সাংগঠনিক জেলার সভানেত্রী রত্না ঘোষ কর। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার মুখ্য প্রশাসক কোশলদেব বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।