সোনা দানা নিয়ে চম্পট দিল, দুষ্কৃতীর দল।

0
323

আবদুল হাই, বাঁকুড়া :- বাঁকুড়া স্কুলডাঙ্গা কলাপুকুর পাড় এলাকায় একটি বিয়ে বাড়ি চলাকালীন বাড়ি থেকে চুরির ঘটনা ঘটলো । জানা যায় যে পাশের একটি লজে বিয়ে বাড়ির আয়োজন করা হয় । কেউই বাড়িতে ছিল না সেইসময় দুস্কৃতির দল বাড়ির সামগ্রী জিনিস সোনা দানা নিয়ে চম্পট দেয় । এই বিষয়ে বাড়ির মালিক জানান যে, তাঁরা বিয়ে বাড়িতে গিয়েছিলেন । তাঁর মেয়ে ও স্ত্রী তাঁকে বলেন যে তাঁর বাড়িতে চুরি হয়েছে । তিনি বলেন সমস্ত ঘটনা পুলিশকে বলা হয়েছে । বাড়ির মালিকের মেয়ে বলেন যে কানের , গলার সহ বহু গয়না চুরি হয়েছে । ঘটনার তদন্তে নেমে পুলিশ জানায় যে ঘটনার তদন্ত চলছে যদি জিনিসগুলি ফেরত পাওয়া যায় তো ভালো তা না হলে তাদের তদন্ত শুরু করতে হবে।