সোমবার রাত আনুমানিক ৮.৩০ মিনিট নাগাদ ধূপগুড়ির ময়নাতলির হিমালয়ান কোল্ড স্টোরেজের সংলগ্ন এলাকায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় আহত -১ ।

0
305

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সোমবার রাত আনুমানিক ৮.৩০ মিনিট নাগাদ ধূপগুড়ির ময়নাতলির হিমালয়ান কোল্ড স্টোরেজের সংলগ্ন এলাকায় ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় আহত -১ । দুর্ঘটনাগ্রস্ত দুটি ট্রাকের মাঝে আটকে থাকা চালককে প্রায় ৪০ মিনিট চেষ্টায় উদ্ধার দমকলকর্মীদের। ঘটনায় চাঞ্চল্য। দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান ধুপগুড়ি থানার ট্রাফিক পুলিশ এবং ধুপগুড়ি থানার পুলিশ কর্মীরা। দুটি ট্রাকের মাঝখানে আটকে থাকা চালককে উদ্ধার করতে না পেরে খবর দেন তো গুলি দমকল কর্মীদের। পরবর্তীতে দমকল কর্মীরা গিয়ে আহত চালককে উদ্ধার করে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে আহত চালকের এখনো পর্যন্ত চিকিৎসা চলছে।