গাজোলের কদুবাড়ি সংলগ্ন হাইওয়ে ট্রাফিক অফিস থেকে ৪০ জন সিভিক ভলেন্টিয়ারদের মোটর বাইক নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ র‍্যালি বের করে।

0
229

মালদা, নিজস্ব সংবাদদাতাঃ-মালদা জেলা হাইওয়ে ট্রাফিক পুলিশের উদ্যোগে বুধবার গাজোলের কদুবাড়ি সংলগ্ন হাইওয়ে ট্রাফিক অফিস থেকে ৪০ জন সিভিক ভলেন্টিয়ারদের মোটর বাইক নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ র‍্যালি বের করে। গাজোলের বিভিন্ন এলাকা ঘুরে মোটর বাইক র‍্যালিটি কদুবাড়িতে এসে শেষ হয়। এরপর কদুবাড়ির এক বেসরকারি লজে গাজোল ব্লকের সমস্ত গাড়ির চালকদের ও সিভিক ভলেন্টিয়ারদেরকে নিয়ে সচেতনতা সভা হয়। ট্রাফিক পুলিশ এই বার্তা জনসাধারণের কাছে পৌঁছাতে চায় যে মানুষকে হেলমেট পড়ে বাইক চালাতে হবে, মদ্যপান করে গাড়ি চালানো নিষিদ্ধ, যদি চান বাঁচাতে গাড়ি চালানো আসতে, এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজোল থানার আইসি রণবীর কুমার বাগ, মালদা জেলা ট্রাফিক পুলিশ ইনস্পেক্টর শান্তিনাম পাঁজা, গাজোল হাইওয়ে ট্রাফিক পুলিশ ওসি মনসুর আলি, গাজোল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন , গাজোল গ্ৰামিন হাসপাতালের সুপার অঞ্জন রায়। এছাড়া উপস্থিত ছিলেন আরও অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here