বর্ধমানের সরকারি বাসে বোমা উদ্ধার নিয়ে খড়্গপুরের নিজের বাংলো থেকে শাসকদলকে নিশানা দিলীপ ঘোষের।

0
414

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- বর্ধমানে সরকারি বাস থেকে বোমা উদ্ধার নিয়ে কার্যত নিশানা করলেন রাজ্য বর্তমান শাসক দলের উপর, বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে নিজের বাংলোতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ, তিনি বলেন পশ্চিমবাংলায় সর্বত্রই খুজলে বোম পাওয়া যাবে, রাস্তাঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ে, বোমের শিল্প চলছে আর তো কোন শিল্প নেই,এমনিভাবে শাসক দলকে নিশানা করলেন দিলীপ ঘোষ, পাশাপাশি তিনি আরো বলেন পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ফেলিওর, পুলিশ প্রশাসনের কাছে সাহায্য চাইতে গেলে মহিলারা অসম্মানিত হচ্ছেন, এই পুলিশের উপর ভরসা করব কি করে, এই পুলিশ নাকি আবার ভোট করাবে, খুবই দুশ্চিন্তায় বিষয় হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে মহামারী ভাইরাসের পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে “ওমিক্রণ”সেই বিষয় নিয়ে তিনি বলেন, রাজ্য প্রশাসনের তৈরি রয়েছে, কিন্তু কীভাবে এই ভাইরাস আবার আক্রমণ করবে বলা যায় না, যদিও এই ভাইরাস পশ্চিমবঙ্গের একজনের উপর ধরা পড়েছে সেই বিষয় নিয়ে বিদেশি বিমান যাত্রা নিয়ে তিনি বলেন যেভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু খোলা রেখেই মানুষকে সাবধান হতে হবে, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবার সেন্ট্রাল ফোর্স দিয়ে ভোট করানোর বিষয় নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু মহামান্য আদালত এই আবেদন খারিজ করে দিয়েছে, সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন আমরা ভোটে অনুকূল পরিবেশ চেয়েছিলাম সেটা একমাত্র সম্ভব সেন্ট্রাল ফোর্স দিয়ে, প্রত্যেকবার ভোটের সময় এলে সেন্ট্রাল ফোর্স এর কথা হয়,মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বলতেন, আর তিনি সেন্ট্রাল ফোর্স নিয়ে ভোট করিয়ে ক্ষমতায় এসেছেন। এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ।