দলীয় কার্যালয়ের উদ্বোধন, জনসভা ও যোগদান মেলা খয়রাশোলে।

0
382

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয়কে বিশ্লেষণ এবং আগামী গ্রাম পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে, সংগঠন সাজাতে, তথা দলীয় কর্মীদের মনোবল বাড়িয়ে তোলার লক্ষ্যে বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের নির্দেশ মোতাবেক চলছে বিভিন্ন কর্মসূচি।অনুরূপ ভাবে আজ বীরভূম জেলার খয়রাশোল ব্লকের কেন্দ্রগড়িয়া অঞ্চল তৃনমূলের তরফে এলাকার মানুষের সাথে জনসংযোগ ও পরিষেবা প্রদানের কথা মাথায় রেখে খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের বড়জোড়- কৃষ্ণপুর গ্রামে তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। দলীয় পতাকা উত্তোলন, ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী। ঢাক, বাদ্যযন্ত্র, আদিবাসী নৃত্য সহযোগে একটি সুসজ্জিত মিছিল স্থানীয় গ্রাম পরিক্রমা করা হয়। এদিন বড়জোড়- কৃষ্ণপুর তৃনমূল কংগ্রেসের মঞ্চ থেকেই বাবুইজোড় গ্রাম পঞ্চায়েতের কদমডাঙ্গা এবং কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের রসিদপুর গ্রাম থেকে থেকে পঞ্চাশটি পরিবার বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগ দেন। উপস্থিত বক্তারা পশ্চিমবঙ্গ সরকারের নানান জনমূখী প্রকল্প ও উন্নয়নের দিকগুলি তুলে ধরেন। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী,কার্যকরী সভাপতি আব্দুর রহমান,খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা,সহ সভাপতি অসীমা ধীবর, খয়রাশোল ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন,পারশুন্ডি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি উৎপল ব্যানার্জী, কেন্দগড়ে পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান গনেশ আচার্য,তৃনমূল শিক্ষা সেলের নেতা উজ্জ্বল কাদেরী, তৃনমূল নেতা সেখ জয়নাল,সমাজসেবী কাঞ্চন দে,পঞ্চায়েত সমিতির সদস্য চন্ডী মন্ডল,ব্লক এসসি এসটি সেলের সভাপতি অজিত ধীবর, রুনু সিংহ,কেন্দগড়ে অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি সিদ্ধার্থ ব্যানার্জী সহ বহু নেতৃত্ব ও কর্মীসমর্থকবৃন্দ।উল্লেখ্য কেন্দগড়ে পঞ্চায়েতের মধ্যে এই প্রথম গ্রাম এলাকায় বড়জোড় কৃষ্ণপুর দলীয় কার্যালয় চালু হয়। গ্রামে দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ায় স্থানীয় বাসিন্দা তথা দলীয় কর্মী তপন বাউরি, কিশোর বাউরি, জগন্নাথ সিংহ, দিলীপ দাস প্রমুখ সদস্যদের উৎসাহ, উদ্দীপনা ও আন্তরিকতা ছিল চোখে পড়ার মতো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here