বিবাহিত ব্যক্তির বাড়িতে ধর্নায় বসল এক বিবাহিত মহিলা।

0
335

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা :: বিবাহিত ব্যক্তির বাড়িতে ধর্নায় বসল এক বিবাহিত মহিলা। ধূপগুড়িতে এক বিবাহিত ব্যক্তির বাড়িতে ধর্নায় বসল এক বিবাহিত মহিলা। মঙ্গলবার ধূপগুড়ির ব্লকের হরিনখাওয়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, হরিনখাওয়ার বাসিন্দা রনজিৎ রায় নামে বিবাহিত ব্যক্তির বাড়িতে ময়নাগুড়ির জলট্যাঙ্ক এলাকার এক বিবাহিত মহিলা বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্কে জড়ায়। জানা গেছে, ওই ব্যক্তি ও মহিলার দুটি করে সন্তান রয়েছে। মহিলার দাবি, এক বছর আগে ওই ব্যক্তির বাড়িতে ধর্নায় বসে সে। পরবর্তীতে তারা বিয়ে করে ধূপগুড়ির গার্লস স্কুলের পাশে ভাড়া বাড়িতে ছিল। কিন্তু গত কাল রনজিৎ রায় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়ায় মহিলাটি তাদের বাড়িতে গিয়ে ধর্নায় বসে। মহিলাটির দাবি, রনজিৎ রায়ের বাবা ও বাড়ির লোকজন তাকে লুকিয়ে রেখেছে। এদিন মহিলাটি রনজিৎ রায়ের বাড়িতে যায় এবং ব্যক্তিটিকে ফিরিয়ে দেওয়ার দাবি করে।
অন্যদিকে পরিবারের সদস্যদের দাবি, তাদের ছেলেকে মহিলাটি নিয়ে গেছে। কিন্তু কোথায় তাদের ছেলে রয়েছে তা তারা জানে না।