অগ্রহায়ণ সংক্রান্তিতে আজ গ্রাম গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে ইতু পুজো।

0
729

বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- কৃষিনির্ভর বীরভূমে এই অগ্রহায়ণ মাসটিকে “লক্ষ্মী মাস” রূপে পালন করা হয়। এই অঘ্রানে ঘরের খামারে-উঠোনে আসে নতুন ধান। ধান ই কৃষিজীবীদের কাছে বেঁচে থাকার একমাত্র সম্বল। আজ অগ্রহায়ণ সংক্রান্তিতে ঘরে ঘরে অনুষ্ঠিত হচ্ছে “ইতু লক্ষ্মী পূজা”! ইতু পুজো বীরভূমের একটি লৌকিক উৎসব ।আতপ চালের গুড়ো জলে গোলা আলপনায় সেজে ওঠে বাড়ির উঠোন, চৌকাঠ। আঁকা হয় মা লক্ষ্মীর পদচিহ্ন। ফুল-মালায় সেজে ওঠে দেবস্থান! শহুরে উৎসবের ছোঁয়ায় এখনও হারিয়ে যায়নি গ্রামের নিজস্বতা। ইতু পূজো যার প্রমাণ। এই উৎসব আজও বজায় রাখে গ্রামীণ সংহতি!
খেজুর গুড়, নতুন চালের গুড়ো দুধ দিয়ে ঘরে ঘরে তৈরি হয় চিকল পিঠে।
ছবি ও তথ্য-সুকান্ত রায়, ময়ূরেশ্বর, বীরভূম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here