এক প্রতিভাবান রাইফেল শুটারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো লেডিস হোস্টেল থেকে।

0
428

নিজস্ব সংবাদদাতা হাওড়া:–  ধানবাদ এর ধানস্যার এর বাসিন্দা বালির বীরেশ্বর চ্যাটার্জি স্ট্রিট মুক্তি লেডিস হোস্টেল বসবাস করতেন কনিকা লায়েক। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ বন্ধ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকাতে। কনিকা গত ১৯জুলাই ২০২১এ, মুক্তি লেডিস হোস্টেলে থাকতে আসেন এবং কলকাতার কাছে এয়ার রাইফেল শুটিং প্র‍্যাকটিস করতে শুরু করেন। রাজ্যস্তরে পদকজয়ী এই শুটার ইদানিং জাতীয় স্তরের প্রতিযোগিতায় অকৃতকার্য হন।
সম্ভবত সেই ঘটবার পরেই অবসাদে ঘিরে ধরে তাকে। লেডিস হোস্টেলের কর্নধার অদ্রিশা দত্ত জানান, খুবই শান্ত ভদ্র মেয়ে ছিলো কনিকা। বাকি আবাসিকদের সাথে অত্যন্ত নম্র ব্যাবহার করত। কনিকার সিনিয়ার কোচ মনজিৎ কর্মকার জানান, কনিকা খুব মন দিয়ে প্রাকটিস করত। একবার শেখালেই শিখে নিতো। ও খুব তাড়াতাড়ি শুটিংয়ে উন্নতিও করছিলো। কনিকা লায়েক হয়তো বড় কোন কম্পিটিশনের জন্য নিজেকে তৈরী করছিল কিন্তু সেই ভাবে নিজেকে তৈরি করতে না পারায় অবসাদ থেকেই এই ঘটনা, বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ প্রশাসন।