জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ছাত্র ছাত্রীদের পরিবহণের ভাড়া কমানো না হলে পথ অবরোধের হুশিয়ারি দেন ছাত্রীরা। নেট প্যাকের দাম কমানো ও বাসের ভাড়া কমানোর দাবিতে আন্দোলনে ছাত্রীরা।সমস্ত পরিবহণে এক তৃতীয়াংশ ভাড়ায় যাতায়াত ও বিনামূল্যে ডেটা প্যাকের সুবিধা দেবার দাবিতে আন্দোলনে নামল ছাত্রীরা।বৃহস্পতিবার আরটিও দপ্তরের সামনে বিক্ষোভ করে তারা।জলপাইগুড়ি পিডি কলেজের aidsoসংগঠনের ছাত্রীরা আরটিও দপ্তরের সামনে একটিবিক্ষোভ কর্মসূচী পালন করেন।তাদের দাবি আগামী তে মানা না হলে বড় ধরনের পথ অবরোধে যেতে বাধ্য হবেন তারা।