নদীয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল বিনামূল্যে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ।

0
422

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হল বিনামূল্যে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ।গঙ্গায় ওয়াটার ট্রিটমেন্ট প্যান্ট তৈরী হয়ে গিয়েছিল আগেই।কিন্তু পরিশুদ্ধ পানীয় জল শান্তিপুর পৌরসভার ২৪ টি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যাপারে একটু দেরী হয়ে যায়। সরকারি উদ্যোগে বিনামূল্যে বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছে দেবার ব্যাপারে একটু দেরি হলেও বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল সেই কাজ।প্রাথমিক পর্যায়ে সবার ঘর প্রকল্পে যারা সরকারি ঘর পেয়েছেন, তাদের বাড়িতে বিনামূল্যে পানীয় জল পৌঁছে দেওয়া নিয়েই শুরু হল সেই কাজ। বৃহস্পতিবার শান্তিপুরের কাশী ব্যানার্জি লেনে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার মুখ্য প্রশাসক সুব্রত ঘোষ, সহ মুখ্য প্রশাসক শুভজিৎ দে সহ অনেকেই। বিধায়ক জানিয়েছেন,’ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্যেই বিনামূল্যে বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। সেইমতো শান্তিপুর পৌরসভার প্রয়াত চেয়ারম্যান অজয় দে শান্তিপুরের জন্য তা বরাদ্দ করে এনেছিলেন। যদিও পরবর্তীতে নির্বাচন ও কয়েকটি কারণে তা বাস্তবায়িত হতে দেরি হয়ে যায়। তবে বৃহস্পতিবার থেকে শান্তিপুর পৌরসভার উদ্যোগে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া শুরু হল।’ মুখ্য প্রশাসক জানিয়েছেন,’ প্রাথমিক পর্যায়ে আমরা সাড়ে তিন হাজার মানুষের বাড়িতে বিনামূল্যে পানীয় জল পৌঁছে দেব। সেইসঙ্গে শহরে বিভিন্ন জায়গায় পানীয় জলের লাইনের কাজও চলবে। পরে আমরা শান্তিপূর শহরের সব বাড়িতেই জলের লাইন পৌঁছে দেব।’ সহ মুখ্য প্রশাসক শুভজিৎ দে জানিয়েছেন,’ সবার ঘর প্রকল্পে যারা ঘর পেয়েছেন, তাদের মধ্যে প্রথমে আমরা ১৮০০ জনের বাড়িতে জলের লাইন পৌঁছে দেব। এরপর ১৬০০ জনের বাড়িতে জলের লাইন পৌঁছে দেব।’ স্বভাবতই রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে পানীয় জলের লাইন বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার কাজ শুরু হওয়ায় খুশি শান্তিপুরের মানুষ।’ তবে সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, সকলের দুয়ারে জল পৌঁছানোর পর জল অপচয় রুখতে শান্তিপুর পৌরসভার বিশেষ উদ্যোগ নেবে, জল খরচের পরিমাণ নির্ধারণ করার জন্য বসবে মিটার