নিমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো অঙ্ক শাস্ত্রের প্রতি ভীতি কমানোর জন্য একটি বিজ্ঞান ভিত্তিক সেমিনারের আয়োজন।

0
426

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার নিমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো অঙ্ক শাস্ত্রের প্রতি ভীতি কমানোর জন্য একটি বিজ্ঞান ভিত্তিক সেমিনার। আয়োজনে মেদিনীপুর সায়েন্স সেণ্টার। সংস্থার কর্ণধার ঐতিহাসিক খ্যাতি সম্পন্ন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় সুচাঁদ কিস্কু মহাশয়। অনুষ্ঠানের সূচনা করেন মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়। উপস্থিত ছিলেন এই কর্মশালার বিশেষজ্ঞ ড. রঞ্জন কুমার মৈশাল, দীঘা ডি.জে শিক্ষাসদন হাইস্কুলের গনিত বিভাগের শিক্ষক মাননীয় নন্দ গোপাল পাত্র মহোদয় এবং রামনগর-১ ও ২ ব্লকের দশটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিমতলা হাইস্কুলের শিক্ষক মাননীয় শুভজিৎ জানা মহাশয়। ছাত্র-ছাত্রীদের মধ্যে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। তাদের মতে গ্রামাঞ্চলের ছাত্র-ছাত্রীরা এরূপ কর্মশালা থেকে বঞ্চিত হত। আমরা এইরূপ অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। এই কর্মশালার মাধ্যমে আমরা ভবিষ্যতে অনেক প্রতিযোগিতা মূলক কাজে লাগাতে পারবো।