মাথাভাঙ্গা বেআইনিভাবে ফুটপাত জবর দখল মুক্ত করতে অভিযান প্রশাসনের।

0
368

মনিরুল হক, কোচবিহার: মাথাভাঙ্গা বেআইনিভাবে ফুটপাত জবর দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান অব্যাহত।গত ২৮শে নভেম্বর আর্থ মুভার দিয়ে মাথাভাঙ্গা শহরে ইমিগ্রেশন রোডে ফুটপাত দখল করে তৈরি হওয়া বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয় মহুকুমা প্রশাসনের ও পৌরসভার যৌথ উদ্যোগে।আজ ফের মাথাভাঙ্গা শনিমন্দির মোড় থেকে কলেজ মোড়ে পর্যন্ত ফুটপাত দখল করে তৈরি হওয়া বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ। এর পাশাপাশি পুনরায় ইমিগ্রেশন রোড পরিদর্শন করতে গিয়ে ফুটপাত দখল করে ব্যবসায়ীদের সাজিয়ে রাখা জিনিস পত্র পৌরসভার পক্ষ থেকে তুলে নেওয়া হয়। পৌরসভার প্রশাসক মন্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান লক্ষপতি প্রমানিক জানান ফুটপাত জবর দখল করা ব্যবসায়ীরা যদি মনে করেন প্রশাসনের পক্ষ থেকে ভেঙে ফেলার পর হাত গুটিয়ে বসে থাকা হবে তাহলে সেটা ভুল ধারণা তাদের বারংবার অভিযান চলবে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন, এদিন শনি মন্দির মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত জবরদখল উচ্ছেদের নির্দেশ দেওয়ার পাশাপাশি ফুটপাত দখল করে যে ব্যবসায়ীরা জিনিসপত্র সাজিয়ে রেখে ছিলেন তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। যদিও পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে জিনিসপত্র ফিরিয়ে দেওয়া হয়। মাথাভাঙ্গা পৌরসভার প্রশাসক মন্ডলী চেয়ারম্যান বলেন,ফুটপাত জবরদখল করা ব্যবসায়ীরা যদি মনে করেন প্রশাসন ও পুরসভার হাত গুটিয়ে বসে থাকবে তাহলে সেটা ভুল ধারণা। মাথাভাঙার জবর দখল নিয়ে ফের অভিযানের হুঁশিয়ারি প্রশাসনের।তিনি বলেন শহরের ফুটপাতে রাস্তায় জবর দখল মুক্ত করতে প্রশাসন পুরসভার পক্ষ থেকে বারবার অভিযান চলবে প্রয়োজনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।আগামী দিনে ধারাবাহিকভাবে এই অভিযান চলতে থাকবে বলে প্রশাসন এবং পৌরসভার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। জবর দখল উচ্ছেদ এর বিষয়ে মহকুমা প্রশাসক এবং পৌরসভাকে সাধুবাদ জানিয়েছেন মাথাভাঙার নাগরিকরা।