বাংলাদেশের হৃদয়ে বাজে মুক্তিযুদ্ধ ও
প্রতিবাদের গান,
হানাদারদের বিরুদ্ধে সমূহ সমাজে
প্রতিরোধের ঐকতান।
চেতনায় ভাস্বর-“এবারের সংগ্রাম আমাদের
মুক্তির সংগ্রাম,”
বাংলাদেশের অলিগলিতে উচ্চারিত মুক্তিসূর্য
মুজিবের নাম।
সেই উদাত্ত কণ্ঠ,”মনে রাখবা রক্ত যখন দিয়েছি
রক্ত আরও দেব”,
মুক্তিযোদ্ধাদের তীব্র জেহাদ;স্বৈরশাসকের থেকে
জয় ছিনিয়ে নেব।
ষোলো ডিসেম্বর,উনিশশো একাত্তরে,গণহত্যা,লুণ্ঠন
ধর্ষণের দিন শেষ,
মহান বিজয় দিবসে জন্ম নিলো গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র
স্বাধীন বাংলাদেশ।