সোশ্যাল মিডিয়ায় ফেক একাউন্ট খুলে টাকা হাতানোর চেষ্টা,তীব্র চাঞ্চল্য খড়গপুর শহরে,তদন্তে পুলিশ।

0
407

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- সোশ্যাল মিডিয়ায় কিছু রাজনৈতিক নেতাদের ছবি ও নাম দিয়ে ফেক একাউন্ট করার অভিযোগ বারংবার উঠে এসেছে সংবাদ শিরনাম।আর তা নিয়ে থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে।কিন্তু এবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে পুলিশের ফেক একাউন্ট সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছে বলে অভিযোগ।জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর টাউন থানার আইসি বিশ্বরঞ্জন ব্যানার্জীর ছবি ও নাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলা হয় ফেক একাউন্ট।শুধু তাই নয় আইসি নাম করে টাকা চাওয়ার অভিযোগ ম্যাসেজে তা স্পষ্ট।
জানা যায় ফ্রেন্ড সার্কেল থেকে ফোন করা হলে তিনি বিষয়টি জানতে পারেন।কিন্তু কে বা কারা এই ঘটনা করেছে তা এখনও স্পষ্ট নয়।তবে এই ঘটনার তদন্ত শুরু করেছে খড়গপুর টাউন পুলিশ। অন্যদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকা জুড়ে।