অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বাঁকুড়া জেলা পুলিশকে।

0
493

আবদুল হাই, বাঁকুড়াঃ রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠান যখন সারা রাজ্য জুড়ে চলছে তখন অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বাঁকুড়া জেলা পুলিশ,উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ডিএসপি সন্দীপ মাল,ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস,বাঁকুড়া সদর থানার আইসি দেবাশীষ পান্ডা সহ একাধিক পুলিশ কর্তা। এই ধলডাঙ্গা মোড় ব্ল্যাকস্পটে আর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে বা দুর্ঘটনাকে এড়ানো যায় ঐ সকাল থেকে জেলাপুলিশ বিনা হেলমেটে বাইক আরোহী দের হাতে নিয়ম মাফিক ফাইন কেটে ধরিয়ে দেওয়া হল হেলমেট,শুধু এই নয় যেসব বাইক আরোহীর হেলমেট পরিধান করে রাস্তায় বের হয়েছে তাদেরকে শুভেচ্ছা স্বরুপ দেওয়া হল চকলেট, শুধু এই নয় যে সমস্ত গণপরিবহন অতিরিক্ত যাত্রী নিয়ে সফর করছিলেন তাদের কেও সচেতন করা হয়।বিনা হেলমেটে যাত্রীরা অঙ্গীকারবদ্ধ হলো পুলিশের সামনে তারা পরবর্তীতে বিনা হেলমেটে আর বের হবে না।জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি সকল স্তরের আপামর জনগণ।