রানাঘাট মহকুমা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের ৩৮তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।

0
276

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট মহকুমা আন্তঃ প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের ছাত্র ছাত্রীদের ৩৮তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গোবিন্দপুর জি, এস, এফ প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হলো।(হাঁসখালি পূর্বচক্র অফিস) অনুষ্ঠানে রানাঘাট জোনের ৯টি চক্রের পতাকা উত্তোলন করা হয় ।এরপর ১৯৯০ সালে নাকাশিপাড়ায় বীরপুর ঘাটে নৌকাডুবিতে প্রয়াত ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক দের উদ্যেশে শোক প্রস্তাব পাঠ করা হয়।, শপথ বাক্য পাঠ করার পর ক্রীড়া অনুষ্ঠানে অতিথিবরণ করে ক্রীড়া অনুষ্ঠানে শুভদ্বীপ প্রজ্বলন করেন নদীয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি দীপক বসু উপস্থিত ছিলেন হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী মুনমুন বিশ্বাস হাঁসখালি পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শুকদেব প্রামানিক নদীয়া জেলা কো অর্ডিনেটর সান্টু ভদ্র,অবর বিদ্যালয় পরিদর্শক গৌতম পাল, গৌরব্রত সরকার, সঞ্চারী অধিকারী, শুভঙ্কর বসু তন্দ্রা ঘোষ, নবীন মালাকার ,বিনি সরকার তন্দ্রা ঘোষ ,মৃনাল বিশাস সহ সংগঠনিক সম্পাদক শোভন কুমার বিশ্বাস, প্রবোধ কুমার বিশ্বাস সাব ডিভিশন কো অর্ডিনেটর বাপ্পাদিত্য মজুমদার, সঞ্জয় সরকার সহ বিশিষ্ট জন।এই দিন 612 জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here