আদ্রা ডি আর এমকে ডেপুটেশন নাগরিক প্রতিরোধ মঞ্চের।

0
449

পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডল:- আদ্রা ডি আর এমকে ডেপুটেশন নাগরিক প্রতিরোধ মঞ্চের।
অবিলম্বে সমস্ত লোকাল ট্রেন চালু, বর্ধিত রেলভাড়া প্রত্যাহার, প্ল্যাটফর্ম টিকিটের বর্ধিত মূল্য প্রত্যাহার, লোকাল ট্রেন গুলি কে স্পেশাল ও এক্সপ্রেস এর নামে চালানো বন্ধ, এক্সপ্রেস ট্রেনে অন্তত চারটি জেনারেল বগি রাখা, পূনর্বাসন না দিয়ে রেল বস্তি উচ্ছেদ বন্ধ, কাশিপুর থেকে রঘুনাথপুর যাওয়ার রাস্তায় আদ্রা জয়চন্ডী উড়ালপুল অবিলম্বে নির্মাণ সহ একগুচ্ছ দাবিতে আজ নাগরিক প্রতিরোধ মঞ্চ পুরুলিয়া ও বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে সাউথ ইস্টার্ন রেলওয়ে আদ্রা ডিভিশনাল ম্যানেজারের নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের আগে শতাধিক নাগরিক নেতাজী মূর্তি পাদদেশ থেকে ডি আর এম দপ্তর পর্যন্ত মিছিল হয়। তারপর সংক্ষিপ্ত পথসভা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন নাগরিক প্রতিরোধ মঞ্চ পুরুলিয়া শাখার পক্ষ থেকে নেতা ভূতনাথ মাহাতো, এম কে সিনহা এবং বাঁকুড়া জেলার পক্ষ থেকে লক্ষী সরকার, সাবিরুদ্দিন ভূইঞা প্রমুখ। দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।