একাধিক দাবি দাবা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক দপ্তরে বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান আশা কর্মীদের।

0
276

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- শুক্রবার পূর্ব মেদিনীপুরের নিমতৌড়ির জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দিল জেলার সমস্ত আশা কর্মীরা। তমলুক, কোলাঘাট, কাঁথি, পাঁশকুড়া, সহ বিভিন্ন জায়গার প্রায় দুহাজার আশাকর্মীরা এই বিক্ষোভে সামিল হন।
স্থায়ী স্বাস্থ্য কর্মীর মর্যাদা দেওয়ার পাশাপাশি
নূন্যতম ২১ হাজার টাকা বেতন সহ উপযুক্ত পারিশ্রমিক না পেলে করোনা সংক্রান্ত কোনো কাজ তাঁরা করবে না। এমনকি জোর করে কাজের বোঝা চাপানো চলবে না, রাতের বেলায় প্রসূতির সাথে তাঁরা যেতে পারবে না। বছরে ২৪ টা ছুটির ব্যবস্থা করতে হবে, সমস্ত আশাকর্মীকে ভিএইচএন টাকা দিতে হবে,এমন কিছু দাবি নিয়ে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা ডিএম ইফিসে বিক্ষোভ স্মারকলিপি প্রদান করল জেলার সমস্ত আশা কর্মীরা।
পাশাপাশি এমনকি অতিরিক্ত ইনসেনটিভ পাচ্ছে না, করোনা আক্রান্ত আশাকর্মী করোনা আক্রান্ত হলে তাঁদের এক লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাও আজ অবদি কেউ কোনো প্রকার টাকা পায়নি বলে অভিযোগ। এই দিন এই বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদানে কয়েক হাজার আশা কর্মী বিক্ষোভে সামিল হয়েছেন।