নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- নতুন উদ্যমে রানাঘাট কংগ্রেস শুক্রবার সন্ধ্যায় রানাঘাট তরুনসংঘ ক্লাবে তারা কর্মী বৈঠক করলেন পাশাপাশি পৌর নির্বাচনে দল জোটে না গিয়ে একা লড়বে বলে তারা এই দিন জানান ।এছাড়া রানাঘাট পৌরনির্বাচনে 20 টি ওয়ার্ডে 20 টিতে প্রার্থী দেবেন বলে এই দিন গুরুত্বপূর্ণ সভায় স্থির হয়।এই প্রসঙ্গে রানাঘাট শহর কংগ্রেসের সভাপতি সমীর সাহা কি জানালেন ।