নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক ও সমবায় সমিতির যৌথ উদ্যোগে সয়ম্ভর গোষ্ঠীর পঞ্চম সমবায় মেলা শুরু হলো আজ থেকে।

0
441

নদীয়া, নিজস্ব সংবাদদাতাঃ- নাবার্ড এর আর্থিক সহযোগিতায় নদিয়া জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংক ও সমবায় সমিতির যৌথ উদ্যোগে সয়ম্ভর গোষ্ঠীর পঞ্চম সমবায় মেলা শুরু হলো আজ থেকে। কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরির মাঠে এদিন পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সমবায় মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন নদীয়া জেলার সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান শিবনাথ চৌধুরীসহ নাবার্ড এর প্রতিনিধিরা। আজ থেকে শুরু হওয়া মেলা চলবে তিন দিন ধরে। স্বয়ম্ভর গোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে এদিন তৈরি হয়েছে সমবায় মেলায় বিভিন্ন স্টল।