নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই অটো উল্টে আহত পাঁচ,তীব্র চাঞ্চল্য খড়্গপুরের সৎকুই এলাকায়।

0
384

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই অটো উল্টে আহত পাঁচজন যাত্রী, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত সৎকুই এলাকার খড়গপুর- মেদিনীপুর রাজ্য সড়কে, স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল নাগাদ সৎকুই এলাকার রাজ্য সড়কে যাত্রীবাহী অটোর পাশ দিয়ে একটি যাত্রীবাহী বাস পাশ কাটিয়ে নিয়ে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রীবোঝাই অটো,ঘটনায় আহত হয় অটোচালক সহ পাঁচ জন যাত্রী,এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খরগপুর টাউন থানার পুলিশ,পাশাপাশি এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।