পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ট্রাফিক পুলিশ ভর্তি করালেন হাওড়া জেনারেল হসপিটালে।

0
407

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া :  পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে ট্রাফিক পুলিশ ভর্তি করালেন হাওড়া জেনারেল হসপিটালে। ঘটনাটি ঘটে 116 নম্বর জাতীয় সড়ক ধুলোগোর এর কাছে । পথ দুর্ঘটনায় আহত হয় এক ব্যক্তি। ট্রাফিক এবং এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে বর্তমানে আহত ব্যক্তি এখন স্থিতিশীল চলছে চিকিৎসা । স্থানীয় সূত্রে খবর আহত ব্যক্তির নাম অমর সিংহ সরকার বয়স ৬৪ বছর। জুজারসাহা সরকার পাড়ার বাসিন্দা তিনি । শুক্রবার সকালে সাইকেল চালিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সেই সময় পিছন দিক দিয়ে আসা একটি লরি তাকে ধাক্কা মারে এবং তার পায়ের উপর দিয়ে চলে যায়। কর্মরত ট্রাফিক পুলিশ লরিটি কে আটক করে।