নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি ১৭ :: বন্ধ রায়পুর চা-বাগান খোলার দাবিতে আন্দোলনে নামলেন শ্রমিকরা। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত রায়পুর চা-বাগান। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে এই বাগান।
শুক্রবার বিশাল মিছিল করে জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে এসে বিক্ষোভ দেখান শ্রমিকরা। অভিযোগ, বাগান মালিক শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে পালিয়ে গেছে।
শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস দিতে না পারায় ২০১৮ সালে পুজোর আগে বাগান ছেড়ে পালিয়ে গিয়েছে রায়পুর চা-বাগান কর্তৃপক্ষ। তারপর থেকে ফের বন্ধ হয়ে যায় জলপাইগুড়ির একসময়ের অন্যতম এই চা-বাগান। এরপর থেকে শ্রমিকরা নিজেরাই কোনক্রমে বাগানের পাতা তোলার কাজ চালু রেখেছেন। বন্ধ হওয়ার সময় এই বাগানে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৬৫০ জন শ্রমিক ছিলেন। বাগান বন্ধ হওয়ার পর থেকেই শ্রমিকরা রীতিমত হতাশ হয়ে পড়েছেন। উল্লেখ্য, এর আগেও দীর্ঘ কয়েক বছর ধরে এই চা-বাগানটি বন্ধ হয়ে পড়ে ছিল। এর ফলে অনাহারে ও অর্ধাহারে প্রচুর শ্রমিকের মৃত্যু ঘটেছিল এই চা-বাগানে।