সুদীপ সেন, বাঁকুড়া:- সারা রাজ্য জুড়ে স্বাস্থ্য বিভাগে কর্মরত আশা কর্মীরা সংকটকালীন করোনা সহ বিভিন্ন সময় বিভিন্ন গুরু দায়িত্ব পালন করলেও তাদের ন্যূনতম প্রাপ্য মজুরি টুকু পাচ্ছে না।
অথচ সকাল থেকে রাত পর্যন্ত তাদের হাড় ভাঙ্গা খাটুনি খাটতে হচ্ছে।
তাই বিভিন্ন দাবি নিয়ে রাজ্যের ব্লকে ব্লকে ও জেলা জুড়ে চলছে তাদের প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি।
১৭.১২.২১ বাঁকুড়া জেলা তেও পশ্চিম বঙ্গ আশ কর্মী ইউনিয়ন, বাঁকুড়া জেলা শাখার পক্ষ থেকে ১১ দফা দাবির ভিতিত্তে তামলি বাঁধ থেকে আশা কর্মী রা মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে উপস্থিত হয়ে একটি স্মারকলিপি জমা দেয়।
তাদের মূল দাবি ছিল ১/_ আশা কর্মীদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিতে হবে।
২/ ন্যূনতম বেতন ২১ হাজার টাকা করতে হবে।
৩/ পি, এফ, পেনশন দিতে হবে।
৪/ মাতৃত্বকালীন ৬ মাসের ছুটি দিতে হবে।
৫/ অবিলম্বে ৮ মাসের বকেয়া ইনসেনটিভ দিতে হবে।
৬/ ফরমেট প্রথা বন্ধ করতে হবে।
এই দাবিগুলো না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনের কথা বলে।