হাওড়া বিজেপির প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা সঙ্গে তৃণমূলে যোগদান করছেন না দীপ্ত ভাষায় ঘোষণা করলেন সাঁকরাইল বিজেপির তিন নম্বর মন্ডল কমিটি সভাপতি সুমনা সেনগুপ্ত ।

0
410

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : বৃহস্পতিবার ঘটা করে মন্ত্রী অরূপ রায় এর উপস্থিতিতে বিজেপির প্রাক্তন হাওড়া সদরের সভাপতি সুজিত সাহা ঘোষণা করলেন তিনি বর্তমানে তৃণমূলের সদস্য হলেন এবং সঙ্গে আরও বেশ কয়েকজন বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা ও কর্মীদের সঙ্গে নিয়েই সভামঞ্চে তৃণমূলে যোগদান করলেন । সেইসঙ্গে মাইকে ঘোষনা করতে শোনা যায় বিজেপির বেশ কয়েকজন মন্ডলের সম্পাদক এবং সভাপতির নাম তেমনি সাঁকরাইল তিন নম্বর মণ্ডল কমিটির সভাপতির নাম সুমনা সেনগুপ্ত ঘোষণা করা হয় তৃণমূলে যোগদান পর্ব মঞ্চ থেকে সেই ঘোষণাকে মিথ্যা প্রমান করে তিন নম্বর মণ্ডলের সভাপতি বললেন “আমি গত বিধানসভায় বিজেপির হয়ে লড়াই করেছিলাম , বর্তমানে বিজেপির হয়ে আছি এবং ভবিষ্যতেও বিজেপির হয়ে কাজ করব। কোনমতেই আমি তৃণমূলে যাচ্ছি না । যারা আমার নাম তৃণমূলে যোগদান এর জন্য ঘোষণা করেছেন জানি না তাদেরকে উদ্দেশ্য কি? আমি দীপ্ত ভাষায় ঘোষণা করছি এই উদ্দেশ্য কোনমতেই সফল হবেনা। আমি বিজেপিতে আছি বিজেপিতে থাকবো । এর থেকে প্রমাণিত হয় মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলেছিলেন বিধানসভা নির্বাচনে হাওড়ায় একটাও বিজেপি প্রার্থী না জেতার কারণে সমান ভাবে দায়ী বিজেপির প্রাক্তন সভাপতি । প্রাক্তন সভাপতি সুরজিৎ সাহা তৃণমূলে যোগ দান করে শুভেন্দু বাবুর ধারণাটি সত্যি প্রমাণিত করলেন” ।