কলকাতা প্রবেশদ্বার হাওড়ার ব্রিজে চলছে নাকা চেকিং।

0
302

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : কলকাতা প্রবেশদ্বার হাওড়ার ব্রিজে চলছে নাকা চেকিং। আগামীকাল ১৯ সে ডিসেম্বর রবিবার কলকাতা পুরো নির্বাচন । সেই উপলক্ষে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলায় কলকাতার প্রবেশদ্বারে চলছে নাকা চেকিং। মূলত সন্ত্রাস এড়াতে এই নাকা চেকিং। হাওড়া ব্রিজ এর মাঝে বিভিন্ন গাড়ি , মালপত্র, চেকিং করছে কর্তব্যরত পুলিশ কর্মী এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কলকাতা পুরভোটে শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর কলকাতা পুলিশ সেই মতো গুরুত্বপূর্ণ জায়গায় চলছে নাকা চেকিং।