কিষান মান্ডিতে হয়রানির শিকার শিকার কৃষকরা।

0
339

উঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- কিষান মান্ডিতে হয়রানির শিকার শিকার কৃষকরা। এনিয়ে কিষান মান্ডিতে বিক্ষোভ চলে। বিক্ষোভের খবর শুনে কালিয়াগঞ্জ থানার থেকে বিরাট পুলিশ বাহিনীর সহ তিন গাড়ি পুলিশ এসে বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়ে আনা। কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারি দীপাঞ্জন দাসের নেতৃত্বে বিক্ষোভকে সামাল দিয়ে কৃষ দের কে বুঝিয়ে পুনরায় সরকারি ভাভে ধান কেনা শুরু।
কৃষকদের অভিযোগ সঠিক ভাবে ধান বিক্রি করা হয় না ধান বিক্রি কিরতে সটিক দিন ও তারিখ দেওবা হয় না ও আগে কুইন্টাল প্রতি ১০ কেজি করে ধলতা নেওবা হত এখণ ৫ কেজি করে। কৃষকদের সমস্যা এই ধরনের সমস্যা থাকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন কৃষকরা।