সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সাইকেল চালিয়ে বাড়ির দিকে আসার সময় রাস্তায় বেপরোয়া গতিতে ছুটে আসা লরির ধাক্কায় মৃত্যু হল এক গ্রামীণ চিকিৎসকের শনিবার সকালে এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বারুইপুর-ক্যানিং রোডের ধলিরবাটি এলাকায়। মৃত ওই গ্রামীণ চিকিৎসকের নাম প্রভাত কুমার নস্কর(৪৬)। এদিন সকালে প্রভাত বাবু সাইকেলে চেপে ক্যানিংয়ের দিক থেকে বাড়ির দিকে আসছিলেন।সেই সময়ে বারুইপুরের দিক থেকে একটি গ্যাস সিলিন্ডার ভর্তি লরি দুরন্ত গতিতে ছুটে যাচ্ছিল ক্যানিংয়ের দিকে।আর সেই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গ্রামীণ চিকিৎসকের।সাথে সাথেই এলাকার লোকজন এসে ঘাতক গাড়িটিকে আটক করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যানিং থানার পুলিশও।রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে।
সাত সকালে পথ দুর্ঘটনা গ্রামীণ চিকিৎসকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি ওই গ্রামীমানবিক পরিবার শোকে ভেঙে পড়েছেন ।
ক্যানিংয়ে লরির ধাক্কায় মৃত্যু গ্রামীণ চিকিৎসকের।

Leave a Reply