খাবারের সন্ধানে লোকালয়ে হাতি আতংকিত নয়াগ্রামের নিগুই এলাকার বাসিন্দারা।

0
184

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের নিগুই এলাকায় হাতির তান্ডব । শনিবার সাত সকালে খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করল গজরাজ । যার ফলে হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন নিগুই গ্রামের বাসিন্দারা। গ্রামে হাতি ঢুকে পড়ার খবর দেওয়া হয় স্থানীয় বন দফতরকে।খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লোকালয় থেকে হাতি টিকে জঙ্গলে ফেরায় বন কর্মীরা । তবে প্রায় দুই ঘন্টা ধরে নিগুই গ্রামে ঢুকে তাণ্ডব চালায় একটি দাঁতাল হাতি। যার ফলে আতংকের মধ্যে রয়েছে নিগুই গ্রামের গ্রামবাসীরা। অপর দিকে খড়গপুর বনদপ্তর থেকে হাতির অবস্থান জানানো হয়েছে।বন বিভাগের নয়াগ্রাম রেঞ্জ , কলমাপুকুরিয়া এলাকায় হাতি রয়েছে ৪টা, কেশররেখা রেঞ্জ , বাসখাঁলি এলাকায় হাতি রয়েছে ৩৫-৪০টি, চাঁদাবিলা রেঞ্জ, চুলুমদা এলাকায় হাতি রয়েছে ৩০-৩২টি,কলাইকুণ্ডা রেঞ্জ, বম্বিং এরিয়া এলাকায় হাতি রয়েছে ৩০-৩৫টি, হরিয়াতাড়া তে রয়েছে১ টি হাতি ,সগড়ভাঙ্গা এলাকায় হাতি রয়েছে ২০-২৫টি। তাই খড়গপুর বনবিভাগের পক্ষ থেকে ওই এলাকা গুলির সকল বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জানানো হয়েছে।বন বিভাগের কর্মীরা হাতি গুলির গতিবিধির উপর নজরদারি শুরু করেছে। বন দফতরের পক্ষ থেকে আরো জানানো হয় যে হাতির যাত্রা পথে কেউ যেন বাধা না দেয়।সেই সঙ্গে জঙ্গল লাগুয়া রাস্তায় সন্ধের পর যাতায়াত করতে নিষেধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here