লাল বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টি যোগাতে খাদ্য প্রদান।

0
700

পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডল:- লাল বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা ও পুষ্টি যোগাতে খাদ্য প্রদান। পুরুলিয়া জেলার নিতুরিয়া ব্লকে 59 জন লাল বাচ্চার খোঁজ মিলেছে। সেই সব বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করে মা ও বাবাকে স্বাস্থ্য সচেতন করতে নানা পরামর্শ দেওয়া হয়। নিতুরিয়া ব্লক প্রাঙ্গণে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রঘুনাথপুর মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য। নিতুরিয়া ব্লকের বিডিও অজয় কুমার সামন্ত জানান আজ ৫১ জন লাল বাচ্চার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, শেষে বাচ্চাদের মা ও বাবার হাতে দু’মাসের পুষ্টিকর খাবার তুলে দেন মহকুমা শাসক । এছাড়া মায়েদের হাতে একটি করে কম্বল দেওয়া হয়। রঘুনাথপুর মহকুমা শাসক প্রিয়দর্শনি ভট্টাচার্য জানান পরিবারের সকলে যাতে স্বাস্থ্য সচেতন হন সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।লালা বাচ্চা গুলি যতদিন স্বাভাবিক (সবুজ বাচ্চা) না হচ্ছে ততদিন ,আই সি ডিএস কর্মীরা যেমন নজর রাখবেন তেমনি পরিবারের সদস্যদেরও পুষ্টিকর খাবার সহ স্বাস্থ্য সচেতন হতে হবে। অপুষ্টিজনিত কারনে কোন বাচ্চার মৃত্য না হয় সে বিষয়ে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।সম্প্রতি জেলার সাঁতুড়ী থানার ঢেঁকশিলা গ্রামে অপুষ্টিজনিত কারনে একটি বাচ্চার মৃত্য হয়। তারপর থেকেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here